কুমিল্লার লাকসামে নমুনা রিপোর্ট আসার আগেই করোনায় আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। উপজেলায় এ পর্যন্ত করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন।
লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলার আজগরা ইউনিয়নের মোশারফ (৬০) নামক বৃদ্ধের ও পৌরসভার উত্তর লাকসামের মরিয়ম বেগম (৫০) নামক নারীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। তাদের স্বাস্থ্যের অবস্থা ক্রমাগত অবনতির দিকে ধাবিত হতে থাকে। করোনার বিষয়টি নিশ্চিত না হলেও উপসর্গ বিবেচনায় তাদেরকে ফলোআপে রেখে চিকিৎসা চলছিল।
এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নমুনা রিপোর্ট আসার পূর্বেই রবিবার মোশারফ ও বুধবার মরিয়ম বেগম ইন্তেকাল করেন। বুধবার তাদের ২ জনেরই রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন