বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই সামনে আসছে ভয়ঙ্কর সব তথ্য। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে অবস্থান করছে বলে সরকারকে সতর্ক করেছেন দেশটির একজন বিজ্ঞানী ও উপদেষ্টা। বিবিসি রোডিও ফোর কে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবি গুপ্তা এ সতর্কবার্তা দেন।
অধ্যাপক রবি গুপ্তা বলেন, যুক্তরাজ্যে বর্তমানে শনাক্তের হার বেশ খানিকটা কম। তবে দেশটিতে এরইমধ্যে সংক্রমণের তৃতীয় ঢেউয়ে প্রবেশ করেছে। যুক্তরাজ্যে গত পাঁচদিন ধরে তিন হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।
এরআগে সর্বশেষ গত ১২ই এপ্রিল যুক্তরাজ্যে তিন হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিল। নতুন শনাক্তের বেশিরভাগই ভারতীয় ধরণ যা খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অনেক মানুষ টিকা নেয়ায় অন্যান্য বারের তুলনায় সংক্রমণের এবারের ঢেউ চূড়ায় পৌঁছাতে বেশি সময় নেবে বলেও মনে করেন অধ্যাপক রবি গুপ্তা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ