নাটোরের দু'টি পৌরসভার সর্বাত্ত্বক লকডাউনের ৫ম দিন অনেকটাই ঢিলেঢালা ভাবেভাবে চলছে। কাঁচা পণ্য, ঔষধ ও মুদিখানা দোকান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ থাকলেও সড়কে যান চলাচল ও জনসাধারণের চলাচল বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১৯৫ জন। সুস্থ হয়েছেন ১৫৪৪ জন। হাসপাতালের বেড সংখ্যা ৩১ হলেও সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের।
নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উলেখ্য, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর ও সিংড়া পৌর এলাকায় এক সপ্তাহের সর্বাত্ত্বক লকডাউন ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ