২০ জুন, ২০২১ ২২:৪৯

বরিশালে বাড়ছে করোনা শনাক্ত ও মৃতের হার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বাড়ছে করোনা শনাক্ত ও মৃতের হার

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের করোনা পজিটিভ এবং অপর দুই জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পায়নি কর্তৃপক্ষ। 

শের-ই-বাংলা মেডিকেলের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান জানান, রবিবার মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৬৯জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৪ জনের। এদের মধ্যে ২জনের করোনা পজিটিভ এবং অপর দুই জনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। বিগত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬জন রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪জন রোগী। 

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে রবিবার রাত সাড়ে ৯টায় প্রকাশিত রিপোর্টে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা পজিটিভ হয়েছে। করোন শনাক্তের হার ৩০ ভাগ। এর আগে শনিবার রাতের রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.২৫ ভাগ। শুক্রবার রাতের রিপোর্টে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৩০.৯৭ ভাগ। মেডিকেল কলেজের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান এই তথ্য নিশ্চিত করেছেন।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর