নড়াইল জেলার সর্বত্র সপ্তাহব্যাপী লকডাউনের প্রথমদিন কঠোর ভাবে পালিত হচ্ছে।
সোমবার সকাল থেকে জেলা শহরসহ জেলার তিন উপজেলার বিভিন্ন এলাকায় ওষুধ, কাঁচা বাজার ও মাছের বাজার ছাড়া কোন দোকানপাট খোলা নেই। কাঁচা বাজার ও মাছের বাজার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা ছিল। চাল, মুদিদোকানসহ সকল ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। বাসসহ গণপরিবহন চলাচল করেনি।
লকডাউন বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর ছিলেন। শহরের প্রধান প্রধান মার্কেটের দোকানগুলি বন্ধ রয়েছে।
নড়াইলের সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার জানান, নড়াইলে গত চব্বিশ ঘণ্টায় ৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় আক্রান্তের হার ৫৫.৬৯ শতাংশ। জেলায় এ পর্যন্ত ২ হাজার ২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ১৮৬৪ জন। মোট মারা গেছেন ৩১জন। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭৩ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন