গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২১৫ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম।
তিনি জানান, উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয়জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২১৫ জন।
আর ১ হাজার ১৫০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জন মৃত্যুবরণ করেছেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই