২৭ জুলাই, ২০২১ ১০:৪৩

খুলনার চারটি হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার চারটি হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

খুলনায় ঈদের পর করোনায় মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। 

এর আগে গতকাল সোমবার করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২৫ জুলাই খুলনার হাসপাতালে করোনায় ১১ জন, ২৪ জুলাই ৮ জন, ২৩ জুলাই ৭ জন ও ২২ জুলাই ১০ জন মারা যায়। 

গত ২৪ ঘণ্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার মিয়াপাড়ার এমডি শরীফ (৭০), হরিণটানা খুলনার মরিয়ম (২১), দিঘলিয়া খুলনার পশুপতি দে (৬৪), জেনারেল হাসপাতালে মারা গেছেন খুলনার লবনচরার কাকলী (৪০), ডুমুরিয়ার মরিয়ম (৭০), বাগেরহাট মোরেলগঞ্জের আব্দুর রশিদ হাওলাদার (৮৫), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার খালিশপুর হালদারপাড়া আয়েশা হোসেন (৭১), অভয়নগর যশোরের তন্বী সরকার (১৮) ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে খুলনার নূরনগরের রওশন আরা বেগম (৭৮) করোনায় মারা গেছেন।  

জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৩৩৮ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭ জন।

খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জন করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলায় ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও বাগেরহাটের ১২, সাতক্ষীরা ১, যশোর ৩ ও নড়াইলের ২ জন করোনা শনাক্ত হয়। 

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর