২৭ জুলাই, ২০২১ ১০:৪৪

ভারতে ১৩২ দিন পর ৩০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ

অনলাইন ডেস্ক

ভারতে ১৩২ দিন পর ৩০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ

ভারতে ১৩২ দিন পর দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা নামল ৩০ হাজারের নিচে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮৯ জন। এ বছর ১৭ মার্চ তা ছিল ২৮ হাজার ৯০৩। তারপর যত দিন গিয়েছে, ধারবাহিকভাবে বেড়েছিল দৈনিক আক্রান্ত। এক সময় তা চার লাখের গণ্ডিও ছাড়িয়েছিল। এরপর কমতে কমতে এই প্রথম তা ৩০ হাজারের নিচে নামল।

দৈনিক আক্রান্তের মতো কমছে করোনার জেরে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪১৫ জনের। সব মিলিয়ে কোভিড দেশটিতে প্রাণ কেড়েছে ৪ লাখ ২১ হাজার ৩৮২ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৩ হাজারেরও বেশি। এর জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা নামল চার লাখের নিচে। এ বছর ২৫ মার্চ শেষবার দেশের সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৪ লাখের কম। দৈনিক সংক্রমণ বৃদ্ধির জেরে ধারাবাহিকভাবে বেড়েছিল সক্রিয় রোগী। এক সময় তা ৩৭ লাখও পেরিয়েছিল। কিন্তু সংক্রমণে লাগাম পড়তেই কমতে শুরু করে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ১০০ জন।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর