২৭ জুলাই, ২০২১ ১১:২৯

নোয়াখালীতে আরও ২২১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আরও ২২১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫২ জনে।

এছাড়াও একই সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৫৯ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ১৯ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটের ২৩ জন বাসিন্দা রয়েছেন।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার এই তথ্য জানান। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৪ জন, বেগমগঞ্জ ২৬ জন, সুবর্ণচরে একজন, হাতিয়া ৪ জন, চাটখিলে ১৮ জন, সোনাইমুড়ী ১৬ জন, কোম্পানীগঞ্জে ৪৯ জন, কবিরহাটে ৩ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৪০ শতাংশ।

এদিকে জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৭০৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯৮ জন ও আইসোলেশনে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী চিকিৎসাধীন নেই।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর