২৯ জুলাই, ২০২১ ১০:৫১

খুলনায় চারটি হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় চারটি হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু

খুলনায় করোনায় মৃত্যুর সংখ্যা লাহামীনভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা) খুলনার চারটি হাসপাতালে করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মহানগর ও জেলার ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২৭ জুলাই করোনায় খুলনার হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২৬ জুলাই করোনায় ১৪ জন, ২৫ জুলাই ১১ জন, ২৪ জুলাই ৮ জন ও ২৩ জুলাই ৭ জন মারা যায়। 

গত ২৪ ঘণ্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার বটিয়াঘাটা বিরাট এলাকার আইয়ুব আলী (৫৫), পিরোজপুর মঠবাড়িয়ার মোশররাফ হোসেন (৭৫), খুলনার সোনাডাঙ্গা আঃ খালেক (৯০), খালিশপুর ইরিন সুলতানা (৩৩), দৌলতপুর এলাকার মো. আলী আকবর (৫৫), খালিশপুর আবুল হোসেন (৫৬), নিরালা আব্দুল হাই (৭৫), জেনারেল হাসপাতালে মারা গেছেন খুলনার ডুমুরিয়ার আসমা বেগম (৪০), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা রহিমা খাতুন (৫৫), খুলনার বানিয়াখামার মকবুল হোসেন (৬৫), যশোর বামনপাড়ার মর্জিনা রহমান (৫৪), টুটপাড়া রোজিনা ফাতিমা (২৮), ঝিকরগাছা যশোরের বারিছুন্নেছা (৬০) ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে খুলনার বটিয়াঘাটার আলেয়া বেগম (৫৫), ময়লাপোতা ডালমিল মোড় রোকেয়া বেগম (৬০), রূপসার আব্দুল আজিজ (৮০) করোনায় মারা গেছেন।  

জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৩৪৪ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৭৬৫ জনের নমুনা পরীক্ষায় ১৮০ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তের হার ২৩ শতাংশ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর