মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ১২১ জন। ৩১৫টি নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরে ৮১ জন, সাটুরিয়ায় তিনজন, দৌলতপুরে পাঁচজন, ঘিওর ৮ জন, শিবালয় ১৬ জন, হরিরামপুরে ৮ জন রয়েছে।
এছাড়াও মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মৃত্যুবরণ করেছে। হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ৩১৯ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৪১ জনের।
বিডি প্রতিদিন / অন্তরা কবির