কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনায় এবং বাকী একজন করোনার উপসর্গে মারা গেছেন। এছাড়াও একই সময়ে নতুন করে আরও ৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
আজ শনিবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনায় ও উপসর্গ নিয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
এছাড়াও জেলায় নতুন করে জেলায় আরও ৭৫ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৫ শতাংশ।
তিনি আরও জানান, বর্তমানে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ২৬৭ জন করোনা রোগী ভর্তি আছেন। প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ৬৯৪ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬০৮ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর