কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৭ করোনা রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জন ৬৮ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৪২ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ২৬ জন।
এদিকে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮১টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ১৬ ভাগ।
জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৭৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩১ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৭৩১ জন।
নতুন করে শনাক্ত হওয়া ৩৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২৪ জন, কুমারখালী উপজেলায় ৩ জন, দৌলতপুর উপজেলায় একজন, ভেড়ামারা উপজেলায় তিনজন ও মিরপুর উপজেলায় একজন রয়েছে।
বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৯৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৯৩০ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন।
বিডি প্রতিদিন/এমআই