আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে জীবিতদের জন্য সময় ফুরিয়ে আসছে। তারা খাদ্য, আশ্রয় ও ওষুধ সংকটের মুখে রয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। তালেবান প্রশাসন জানিয়েছে, পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য এলাকায় বুধবার গভীর রাত পর্যন্ত চলা অভিযানে আরও লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২০৫-এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ হাজার ৬০০ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশের বাসিন্দা আলমজান বলেন, ‘আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাড়ি ভেঙে পড়েছে, সব সম্পদ হারিয়েছি। শুধু গায়ের কাপড়টাই রয়ে গেছে।’ রবিবার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে, মাত্রা ছিল ৬। এটি আফগানিস্তানের সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি। কুনার ও নানগারহার প্রদেশে অগণিত বাড়িঘর মাটির সঙ্গে মিশে যায়। মঙ্গলবারের দ্বিতীয় দফায় ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প নতুন আতঙ্ক ছড়ায়, বন্ধ হয়ে যায় উদ্ধারকাজ; পাহাড় থেকে রাস্তায় পাথর গড়িয়ে পড়ায় অনেক গ্রাম বিচ্ছিন্ন হয়ে যায়। জাতিসংঘ সতর্ক করেছে, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে আছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, মানবিক ত্রাণসহায়তার চাহিদা দ্রুত বাড়ছে। প্রাথমিক হিসাবে ৮৪ হাজার মানুষ সরাসরি ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু পরিবার গৃহহীন। কুনারের কিছু গ্রামে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। স্বজনদের খুঁজে পেতে বেঁচে যাওয়া মানুষজন খালি হাতে ধ্বংসস্তূপে ঘেঁটে চলেছে, খোঁজ পাচ্ছে শুধু লাশ। রয়টার্সের ভিডিওচিত্রে দেখা গেছে, ময়দার বস্তাভর্তি ট্রাক আর হাতে কোদাল ধরা পুরুষরা ছুটছে দুর্গম পাহাড়ি গ্রামগুলোর দিকে। যেখানে হেলিকপ্টার নামতে পারেনি, সেসব জায়গায় কমান্ডো সদস্যদের নামানো হয়েছে আকাশপথে। ৪ কোটি ২০ লাখ মানুষের যুদ্ধবিধ্বস্ত, দারিদ্র্যপীড়িত এবং আন্তর্জাতিক সহায়তা থেকে ক্রমেই বিচ্ছিন্ন এ দেশে উদ্ধার ও ত্রাণের সম্পদসংকট প্রকট। রয়টার্স
শিরোনাম
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
ত্রাণসংকট চরমে দুর্গম এলাকায়
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২০৫
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর