গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগর ও ১৪ উপজেলার ১ হাজার ১৫৫টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত (পজেটিভ) হয়েছে। এর মধ্যে নগরের ৮৯ জন, বিভিন্ন উপজেলার ৫১ জন রয়েছেন। এসময়ে মারা গেছেন ৫ জন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। এ পর্যন্ত নগরে ৭২ হাজার ৪২৩ এবং উপজেলায় ২৭ হাজার ২০৩ জন মিলে মোট ৯৯ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এছাড়া নগরে ৬৯২ জন ও উপজেলায় ৫৪৫ জন মিলে মোট ১ হাজার ২৩৭ জন মারা গেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত