করোনা মহামারি মহামারির সমাপ্তি ঘোষণা করেছে ইউরোপের দেশ সুইডেন।
সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী লেনা হ্যালেনগ্রেন স্থানীয় সংবাদমাধ্যম ডাগেনস নাইহেটারকে জানান, মহামারি পরিস্থিতি দেখে এটা শেষ হয়ে গেছে বলার সময় এসেছে।
তবে করোনার সব বিধিনিষেধ এখনই প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। করোনাকে সমাজের জন্য বিপজ্জনক হিসেবে আর অভিহিত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।
বুধবার ৯ ফেব্রুয়ারি সুইডেন করোনা বিধিনিষেধের প্রায় সবগুলোই তুলে নেয়। বার ও রেস্টুয়েন্ট রাত ১১টার পর খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে এসব স্থানে প্রবেশের ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ। জনসমাগম স্থলে প্রবেশের ক্ষেত্রের সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।
যদিও কয়েকজন বিজ্ঞানী করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আরেকটু ধৈর্য ধরার আবেদন করেছিলেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ওয়াসিফ