ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার শহরের মকবুল প্লাজায় অবস্থিত ফুড সাফারি রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন ঝিনাইদহ অঞ্চলের শতাধিক পরিবেশক ও রিটেইলারগণ। ইফতার মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব ডিভিশন মার্কেটিং এন্ড সেলস মীর টি আই ফারুক রিজভি ও বসুন্ধরা গ্রুপের সুন্দরবন ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্রা লিঃ হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট সেক্টরের জেড এম আহমদ প্রিন্স।
সভায় বক্তরা বলেন, বসুন্ধরা গ্যাস দেশের সেরা এলপি গ্যাস হিসেবে এরই মধ্যে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি বাজারে অন্যান্য গ্যাসের চেয়ে অনেক নিরাপদ তাই গ্রামে গঞ্জেও এ গ্যাসের ব্যাপক বিস্তৃতি ঘটেছে।
বসুন্ধরা এলপি গ্যাস কর্তৃপক্ষ থেকে পরিবেশকদের রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে সবার জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব ব্যবসায় পরিচালনা করার আহ্বান জানানো হয়। এ ছাড়া অসাধু লোভাতুর চক্র যেন ব্যবসায়ীদের প্রতারিত করতে না পারে সেদিকে গুরুত্বারোপ করা হয়।
আপ্যায়ন ও শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বিডি-প্রতিদিন/ই-জাহান