রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সমঝোতা হয়েছে। গত মাসে আলাস্কায় তাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি।
চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে শনিবার বক্তব্য রাখেন পুতিন। সেখানে তিনি আবারও ইউক্রেন আক্রমণের পক্ষে সাফাই গেয়ে পশ্চিমাদের দায়ী করেন। তার দাবি, ইউক্রেনে রাশিয়ার হামলা নয়, বরং পশ্চিমা সমর্থিত অভ্যুত্থানই এই সংকটের সূচনা করেছে।
বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, পুতিন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে মস্কো এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
চীন ও ভারতের নেতাদের ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, তারা ইউক্রেন সংকট সমাধানে সহায়তার চেষ্টা করছেন। পশ্চিমা সমালোচনা সত্ত্বেও এই দুই দেশই বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা।
ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি একদিনেই ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন। আলাস্কা বৈঠকের পর তিনি যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানান। তবে শর্ত হিসেবে তিনি স্পষ্ট করে দেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না। পরিবর্তে ইউরোপ ও যুক্তরাষ্ট্র মিলে ইউক্রেনকে "আর্টিকেল ৫-এর মতো নিরাপত্তা নিশ্চয়তা" দেবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল