স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে টুইনমস ডব্লিউটি-২০০ মডেলের সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। শুধুমাত্র স্পেস বৃদ্ধি নয়, আপনার কম্পিউটারের গতি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে এই এসএসডি।
২.৫ ইি সাটা-থ্রি টাইপ এই এস এস ডি তে সর্বোচ্চ রিডিং স্পীড ৫৩৫ এমবি পার সেকেন্ড এবং সর্বোচ্চ রাইটিং স্পীড ৫১৫ এমবি পার সেকেন্ড। এসএসডি টির অপারেটিং টেম্পারেচার ০ ডিগ্রী সেলসিয়াস থেকে ৭০ ডিগ্রী সেলসিয়াস।
এই মুহুর্তে ২৪০ জিবি এবং ১২০ জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে যার মূল্য যথাক্রমে ৩৩০০ টাকা এবং ২৪০০ টাকা। সলিড স্টেট ড্রাইভটির বিক্রয়োত্তর সেবা ৩ বছর।
বিডি-প্রতিদিন/তাফসীর