ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। নিয়োগের আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রিধারী এ বি এম মোকাম্মেল হক চৌধুরী ২০০১ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ২০ বছরে শাখাপ্রধান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানের পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
চট্টগ্রামে জন্মগ্রহণ করা মোকাম্মেল হক চৌধুরী বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও সেবামূলক জনহিতকর কাজের সঙ্গে জড়িত আছেন। মোকাম্মেল হক চৌধুরী ইংল্যান্ড, স্কটল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া ভ্রমণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল