দেশের প্রথম ও দ্রুততম কুরিয়ার সেবা দানকারী প্রতিষ্ঠান সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লি. এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে রবিবার।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সকল শাখায় নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়।
দিনের শুরুতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির শান্তর কবরে শ্রদ্ধাঞ্জলি এবং দোয়ার আয়োজন করা হয়।
এরপর মতিঝিলের প্রধান কার্যালয়ে কেক কাটা এবং দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন শেষ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং শেয়ারহোল্ডার টিউলিপ কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এ বরকত বাবু, পরিচালক (আন্তর্জাতিক) ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান চৌধুরী খান বাপ্পী, পরিচালক (অর্থ ও হিসাব) আবুল হাসেম, পরিচালক (মার্কেটিং ও উন্নয়ন) আবিদুর রহমান, পরিচালক সালেহ দ্বীন নেওয়াজ জয়, পরিচালক অপারেশন ফজলে হকসহ অন্যান্য পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/একেএ