ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড সম্প্রতি ব্র্যাক সিডিএম, রাজেন্দ্রপুরে তাদের অভ্যন্তরীণ একটি মিটিংয়ের আয়োজন করেছে। এলপিজি বাজারে ‘শীর্ষস্থানীয়’ হওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিক্রয় দল, প্রধান কার্যালয়ের সদস্য এবং কারখানার প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে এলপিজি বাজারে নেতৃত্ব অর্জনের লক্ষ্যে দলগত প্রচেষ্টা ও সহযোগিতার ভিত্তি গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা যায়।
অনুষ্ঠানে সিইও আর্যুমান্ত পোলাট তার ভিশন শেয়ার করে বলেন, ইউনাইটেড আইগ্যাস, এলপিজি ইন্ডাস্ট্রিতে খুব শিগগিরই দেশের শীর্ষস্থানীয় কোম্পানি হয়ে উঠবে। তিনি প্রতিটি ক্ষেত্রে-যেমন প্রোডাক্ট, কর্মকর্তা-কর্মচারী, সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউশন চ্যানেল, বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা, নিরাপত্তা ও মানের প্রতি কোম্পানির দৃঢ় প্রতিশ্রুতির ওপর জোর দেন।
তিনি পারস্পরিক সহযোগিতা ও স্থিতিশীলতার গুরুত্বও তুলে ধরেন এবং সবাইকে একসঙ্গে কাজ করে এলপিজি শিল্পে নতুন মানদণ্ড স্থাপন এবং শীর্ষস্থান অবস্থান নিশ্চিত করার জন্য অনুপ্রাণিত করেন।
সিইও-র বক্তব্যের পাশাপাশি পর্বতারোহী এম এ মোহিত তার নিজস্ব চ্যালেঞ্জ অতিক্রম করে অর্জিত সাফল্যের গল্প শেয়ার করেন, যা একটি অনুপ্রেরণা হিসেবে সকলকে উজ্জীবিত করে। সিএফও মি. হারুন ওর্তাজ, ইউনাইটেড গ্রুপের সিএইচআরও মি. মো. নওশাদ পারভেজ এবং জিএম অ্যান্ড হেড অফ সেলস শওকত ওসমান জামিলও তাদের মূল্যবান বক্তব্য প্রদান করে দলকে অনুপ্রাণিত করেন।
বিডি প্রতিদিন/এমআই
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        