পরিবহন অ্যাপ ‘যাত্রী’র সেবায় ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন রবি'র এলিট গ্রাহকরা। এ বিষয়ে কোম্পানি দুইটির মধ্যে সম্প্রতি চট্টগ্রামে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এমওইউর আওতায় গাড়ি ভাড়া করার পাশাপাশি বাস বা লঞ্চের টিকিট কিনতে ১০ শতাংশ ছাড় পাবেন এলিট গ্রাহকরা। যাত্রী অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া ছাড়াও সহজে ও দ্রুত টিকেট কেনা যায়। এই সুবিধা পেতে ১২১৩ নম্বরে 'EliteJatri’ লিখে একটি ফ্রি এসএমএস পাঠাতে হবে গ্রাহকদের।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি'র চট্টগ্রাম মেট্রোর সিনিয়র রিজিওনাল হেড মো. তারিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মো. আল হাসান, জিটিএম ম্যানেজার মো. সালমান কায়সার।
যাত্রীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিভাগীয় ব্যবস্থাপক খন্দকার সোহানুর রহমান, ডেপুটি ডিভিশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ও এক্সিকিউটিভ মোহাম্মাদ মাইনুল হাসান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        