ডেস্কটপ কম্পিউটারে বিশাল মূল্যহ্রাস করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির এএমডি রাইজেন (অগউ জুুবহ™) প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ডেস্কটপে এই আকর্ষণীয় মূল্যহ্রাস করা হয়েছে।
এর আওতায় এভিয়ান ডব্লিউডিপিসি৩৪০জি১৩ (WDPC340G13) মডেলে গ্রাহকরা পাচ্ছেন সর্বনিম্ন ১০,২২৫ টাকা এবং এভিয়ান ডব্লিউডিপিসি৮০এক্স১২ (WDPC580X12) মডেলে সর্বোচ্চ ৫৫,৫৪৫ টাকা পর্যন্ত মূল্যহ্রাস।
আকর্ষণীয় এই মূল্যহ্রাসের পাশাপাশি গ্রাহকরা অনলাইনে এভিয়ান সিরিজের ডেস্কটপ অর্ডার করলে অতিরিক্ত ১০% ছাড় পাচ্ছেন। ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট ওয়ালটনডিজিটেক.কম (waltondigitech.com) এবং ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (eplaza.waltonbd.com)-এ ভিজিট করে সরাসরি অর্ডার করে এই ডিসকাউন্ট সুবিধা উপভোগ করা যাবে।
এভিয়ান ও কাইমান সিরিজের মোট ৬২ মডেলের ডেস্কটপের পাশাপাশি ওয়ালটন ডিজি-টেক ওয়েবসাইট থেকে ‘মেইক মাই পিসি’ (waltondigitech.com/choose-my-pc/make-my-pc) অপশন ব্যবহার করে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ ডেস্কটপ পিসি তৈরির সুযোগ রয়েছে। মডেলভেদে ওয়ালটন ডেস্কটপে গ্রাহকরা ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন।
এদিকে, চলছে ওয়ালটনের ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪’। এর আওতায় ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারছেন। ৬ মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে এই ডিসকাউন্ট সুবিধা।
এ ছাড়াও, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকেও ‘এক্সক্লুসিভ অফার’ এ আইটি পণ্য সামগ্রী ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। পাশাপাশি বিভিন্ন আইটি পণ্যের সঙ্গে রয়েছে ফ্রি পণ্য।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        