এক বছরের সেশনজটে পড়েছে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ভেঙে পড়েছে গর্বের এ প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ভর্তি প্রক্রিয়ায় মেধাবীদের সবচেয়ে পছন্দের এ প্রতিষ্ঠানটি এখনো ভর্তি বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারায় হাজার হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী চরম সিদ্ধান্তহীনতায় পড়েছেন। ক্যাম্পাসে শিবির-ছাত্রলীগের মধ্যে প্রতিদিনই ঘটছে বিচ্ছিন্ন ঘটনা। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শিবির কর্মীদের ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে কিছু শিক্ষক আড়ালে ইন্ধন জোগাচ্ছেন। আবার শিবির কর্মীরা ছাত্রলীগের রোষানলে পড়লে শিক্ষকরাই রক্ষা করতে এগিয়ে আসেন। ফলে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনো মুহূর্তে সংঘাতের আশঙ্কায় শিক্ষার্থীদের মাঝে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে।
এদিকে বুয়েটের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, উপাচার্য এবং উপ-উপাচার্য বিরোধী আন্দোলন ও যথাসময়ে পরীক্ষা না নেওয়ার কারণে প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডারের নির্ধারিত সময় থেকে পিছিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে অনার্স পর্যায়ে এখন পাঁচটি ব্যাচ রয়েছে। সেশনজটের ফলে আগের ধারাবাহিকতা না থাকায় নির্দিষ্ট সময়ের এক বছর পরই অনার্স শেষ করতে হচ্ছে একেকটি ব্যাচকে। ফলে চার বছরের অনার্স শেষ করতে লাগছে পাঁচ বছর। জানা যায়, ২০০৯ সালে এইচএসসি পাস করে যারা বুয়েটে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তারা এখন পড়ছেন সপ্তম সেমিস্টার। ২০১০ সেশনের শিক্ষার্থীরা পড়ছেন ষষ্ঠ সেমিস্টার। ২০১১ সেশনে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পড়ছেন চতুর্থ সেমিস্টার। আর ২০১২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনো তৃতীয় সেমিস্টারে রয়েছেন। ২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনো পড়ছেন প্রথম সেমিস্টার।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বুয়েটের অধিকাংশ শিক্ষক দেশের বাইরে কনসালট্যান্সিতে ব্যস্ত থাকেন। আর দেশে যারা আছেন তারা ক্লাসে কম সময় দিয়ে বড় বড় কোম্পানির কনসালট্যান্সি করেন। কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফুলটাইম সময় ব্যয় করেন।
অন্যদিকে, ২০১২ শিক্ষাবর্ষে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে গড়ে ওঠা আন্দোলনের কারণে বুয়েটে এক বছরের সেশনজটে শিক্ষার্থীরা হাবুডুবু খাচ্ছেন বলে মনে করছেন শিক্ষকরা। বর্তমানে এ শিক্ষাপ্রতিষ্ঠানে তিনটি সেমিস্টার গ্যাপ রয়েছে। চার বছরের সম্মান কোর্স শেষ করতে পাঁচ বছরের মতো লেগে যাচ্ছে। এ সেশনজট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ প্রসঙ্গে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বুয়েটের একাডেমিক ক্যালেন্ডার মেনে চলার পরেও প্রতি বছর পাঁচ থেকে আট সপ্তাহ পিছিয়ে যায় শিক্ষার্থীরা। কারণ বুয়েটের পলিসিগত কিছু ভুল রয়েছে। শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে ক্লাস হয় ১৪ সপ্তাহ। পরীক্ষা হয় পাঁচ সপ্তাহ। পরীক্ষার প্রস্তুতির জন্য বন্ধ দেওয়া হয় দুই সপ্তাহ। এর পরেও শিক্ষার্থীরা পরীক্ষার পেছানোর জন্য আন্দোলন করে। তা ছাড়া ঈদ ও পূজাপার্বণের বন্ধ তো রয়েছেই। তিনি বলেন, “পরীক্ষা পেছানোর জন্য বুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করে। এটা দীর্ঘদিনের সংস্কৃতি। আবার পরীক্ষা পিছিয়ে দুই সপ্তাহ পিএল দেওয়া হলেও তারা বেড়াতে বিদেশে চলে যায়। বিদেশে থেকে বা কক্সবাজার থেকে আমাদের ফোন করে জিজ্ঞাসা করে, ‘স্যার পরীক্ষা হবে?’ এ ব্যাপারে প্রত্যেক শিক্ষককে কঠোর হওয়া দরকার।” পুরকৌশল বিভাগের ২০১২ ব্যাচের শিক্ষার্থীরা জানান, সেশনজটের কারণে তারা এক সেমিস্টার পিছিয়ে রয়েছেন। তারা ভর্তি হওয়ার পর বুয়েটে আন্দোলন শুরু হয়। প্রতি বছর ভর্তি পরীক্ষার তারিখ সব শিক্ষাপ্রতিষ্ঠানের আগে ঘোষণা করা হলেও দুই বছর থেকে সময় মেনে ভর্তি পরীক্ষা নিতে পারছে না প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে স্থাপত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা বলেন, পরীক্ষার তারিখ ঘোষণার পরে শিক্ষার্থীদের চাপের মুখে পরীক্ষা পিছিয়ে দেওয়া বুয়েটের ট্র্যাডিশন হয়ে গেছে। এর ফলে সেশনজট তৈরি হচ্ছে।
শিক্ষার্থীরা নিজেরাই পিছিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় পরে বের হওয়ার কারণে অপেক্ষাকৃত কম মেধাবীদের অধীনে চাকরি করতে হচ্ছে। তবে আসল বিষয় হলো এর দায় শিক্ষকদের ওপর বর্তাচ্ছে। শিক্ষকরা কঠোর হলে সেশনজট কমিয়ে আনা সম্ভব হবেই। এ বিষয়ে বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা ইকরামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি খুবই কাজের চাপের মধ্যে আছি। এ ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না।’
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
ভেঙে পড়েছে বুয়েটের একাডেমিক কার্যক্রম
সেশনজটের কবলে শিক্ষার্থীরা
নিবারণ বড়ুয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর