মেহেরপুর শহরের দুটি ক্লিনিক এবং একটি হার্বাল ওষধালয়ে পৃথক দু'টি ভ্রাম্যমান আদালতের টিম অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
দন্ডপ্রাপ্তরা হলেন সিটি ক্লিনিক ৩ হাজার, নিরাময় ক্লিনিক ২ হাজার টাকা এবয় ফারুকিয়া হাকিমী ওষধালয় ৩ হাজার টাকা।
আজ বিকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজনিন সুলতানা অভিযান চালিয়ে সঠিক কাগজপত্র না পাওয়ায় এবং ক্লিনিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে মেহেরপুর শহরের সিটি ক্লিনিকের মালিকের কাছ থেকে ৩ হাজার এবং নিরাময় ক্লিনিকের মালিকের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে, মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অপরএকটি টিম মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ফারুকিয়া হাকিমী ওষধালয়ে অভিযান চালিয়ে ভুয়া বিজ্ঞাপন এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৩ হাজার জরিমানা আদায় করে।