জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে অপহরণ নাটক সাজিয়ে ফেঁসে গেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার এক গৃহবধূ। আত্মগোপনে থাকা গৃহবধূ নার্গিস চৌধুরীকে ১০ দিন পর আজ বৃহস্পতিবার সকালে ঢাকার রামপুরা থানার হাজিপাড়া বউবাজার থেকে আটক করে পুলিশ।
বিকেলে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে তাকে নলছিটি থানায় নিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। নারগিস চৌধুরী নলছিটি পৌর এলাকার অনুরাগ গ্রামের জাকির হোসেনের স্ত্রী।
নলছিটি থানার ওসি তদন্ত মাছুদুর রহমান জানিয়েছেন, গৃহবধূ নারগিস চৌধুরী তার জমি সংক্রান্ত প্রতিপক্ষকে ঘায়েল করতে গত ২৮ এপ্রিল রাতে ঢাকায় গিয়ে আত্মগোপন করেন। পরদিন ২৯ এপ্রিল তার মেয়ে সুমাইয়া আক্তার রিমি মায়ের অপহরণের অভিযোগ করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছিল। মামলা হওয়ার পর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মা ও মেয়ের কথোপকথনের সূত্র ধরে পুলিশ ঢাকায় আত্মগোপনে থাকা ওই গৃহবধূকে আটক করে।