বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

প্রাণ পেয়েছে দেশের বৃহৎ শুঁটকিপল্লী

প্রাণ পেয়েছে দেশের বৃহৎ শুঁটকিপল্লী

কক্সবাজারের শুঁটকিপল্লী -বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজার শহরের নাজিরারটেক ও মহেশখালীর সোনাদিয়ায় পুরোদমে চলছে শুঁটকি উৎপাদন। পরিবেশ পরিস্থিতি ভাল থাকায় প্রাণ ফিরেছে দেশের সর্ববৃহৎ এ শুঁটকি পল্লীতে। ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলার সাত শতাধিক শুঁটকি পল্লীর অন্তত ১০ হাজার শ্রমিক। প্রতি বছর এসব শুঁটকি পল্লী থেকে উৎপাদন হয় আড়াই হাজার টন শুঁটকি। যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এসব শুঁটকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি সম্ভব বিদেশেও। জানা গেছে, বছরের আশ্বিন, কার্তিক ও অগ্রহায়ণ শুঁটকি ব্যবসার মৌসুম। গত মৌসুমে রাজনৈতিক অস্থিরতায় এখানকার শুঁটকি পল্লীতে ধস নামে। অলস দিন কাটিয়েছেন শ্রমিকরা। শুঁটকি ব্যবসায়ীদের ক্ষতি হয়েছিল ১৫ কোটি টাকার। নাজিরারটেক শুঁটকি মহালে গিয়ে দেখা যায়, শুঁটকি শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্য। যার যার মত সবাই ব্যস্ত। কথা বলার ফুসরত নেই কারো। কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন সভাপতি মোস্তাক আহাম্মদ জানান, ১০০ একর এলাকাজুড়ে গড়ে ওঠা সোনাদিয়া ও নাজিরারটেক শুঁটকি পল্লীতে রয়েছে ছোটবড় শতাধিক আড়ৎ। এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং উৎপাদিত শুঁটকির গুণগত মান সংরক্ষণে আধুনিক প্রযুক্তি সংযোজন করা গেলে শুধু দেশে নয়, বিদেশেও কদর বাড়বে এখানে উৎপাদিত শুঁটকির। জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান, বঙ্গোপসাগর থেকে আহরিত বিশেষ করে ছোট আকৃতির মাছ দিয়ে শুঁটকি উৎপাদন করা হয়। শুধু কক্সবাজার নয়, এখানে উৎপাদিত শুঁটকি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানের মানুষের চাহিদা মেটাচ্ছে।

 

 

 

সর্বশেষ খবর