রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

এক পলক

ঘুড়ি উৎসব

বাংলা নববর্ষ উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে শুক্রবার বিকালে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ধানসিঁড়ি বহুমুখী সংগঠনের আয়োজনে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে উপজেলার একশ ঘুড়িপ্রেমী প্রতিযোগিতায় অংশ নেন। উৎসবের আহ্বায়ক কাওসার হোসেন বলেন, 'গ্রাম-বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে আমরা প্রতি বছর এ আয়োজন করে থাকি।' -ঝালকাঠি প্রতিনিধি

১০ পেট্রলবোমা উদ্ধার

মাগুরা সদর উপজেলার ফুলবাড়ি-লক্ষ্মীকোল গ্রামে শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ১০ টি পেট্রলবোমা, ৭ টি ককটেল ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বিএনপি কর্মী আবুজার ডাক্তারের বাড়ির পাশে একটি খড়ের গাদা থেকে পরিত্যক্ত এ বোমা ও অস্ত্র উদ্ধার হয়। তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করেনি। -মাগুরা প্রতিনিধি

উদীচীর গণসংগীত

পঞ্চ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মানিকগঞ্জে উদযাপিত হয়েছে জেলা উদীচীর গণসংগীত উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই উৎসবের উদ্বোধন করেন ভারত উপ-মহাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী ও গবেষক শুভেন্দু মাইতি। -মানিকগঞ্জ প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি মাসুদ এলাহী সুবাসকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে মাছলিগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন কচুয়া থানার এএসআই নাছির।

-চাঁদপুর প্রতিনিধি

১৫০ মণ জাটকা জব্দ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ সংলগ্ন মেঘনা নদী থেকে গতকাল শিকার নিষিদ্ধ ১৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। জব্দ জাটকা স্থানীয় অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কোস্টগার্ডের কনটিনজেন্ট কমান্ডার আমিনুল হক।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বর্ধিত সভা

ময়মনসিংহের ভালুকায় শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের প্রথম বর্ধিত সভা হয়েছে। উপজেলা ভাইস-চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক এজাদুল হক পারুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এম আমান উল্লাহ্ এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্রিয়ার মো. রাহাত খান, সাংগঠনিক সম্পাদক তানভীর আহ্মেদ সিদ্দিকী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রওনক শিহাব রব্বানী ও মিজানুর রহমান মিলন প্রমুখ।

-ভালুকা প্রতিনিধি

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ৩৭ বসতঘর
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর নয়াবাজারে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩৭টি বসতঘর। আগুন নেভাতে গিয়ে অন্তত নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা প্রত্যেকেই বিভিন্ন গার্মেন্টের কর্মী। অগ্নিকাণ্ডের সময় প্রত্যেকেই গার্মেন্টে ছিল। ৩৭টি ঘরে বসবাসরত পরিবারের শতাধিক লোকজন সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
-নারায়ণগঞ্জ প্রতিনিধি
 

 

 

সর্বশেষ খবর