নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম ফরিদ হাবিব বলেছেন, নারায়ণগঞ্জে বন্দরের সোনাকান্দায় ১৯২২ সালে নির্মিত নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড লোকসানের ভারে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এ রুগ্ন প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে নৌ-বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সব ঋণ পরিশোধ করে ডক ইয়ার্ড লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাত্র তিন বছরে ৩৬ কোটি ২৮ লাখ টাকা কর পরিশোধ করেও ৪৮ কোটি টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। সোমবার ডকইয়ার্ড ব্যারাক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম খুরশিদ মালিক, মহাব্যবস্থাপক প্রশাসন ক্যাপ্টেন নিয়ামত এলাহি, ইউএনও মিনারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।