বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

হরিণ শিকারী চক্রের হামলায় বনবিট কর্তাসহ আহত ৬

ভোলা প্রতিনিধি

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় শিকারী চক্রের জবাই করা হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের এক বিট কর্মকর্তাসহ ছয়জন। তারা হলেন বিট অফিসার নজরুল, বনপ্রহরী সাহাবুদ্দিন, মশিউর, বাহাদুর, মাসুদ ও পারভেজ। তাদের মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উপজেলার চর ফৈজুদ্দিনের রিজির খাল এলাকায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সংঘবদ্ধ একটি শিকারীচক্র চরমিয়া জমিরশাহ থেকে হরিণ জবাই করে নৌকায় মনপুরা সদরে নিয়ে যাচ্ছিল। বন বিভাগের হাজীরহাট বিট কর্মকর্তার নেতৃত্বে বনপ্রহরী দল ওই এলাকায় আগে থেকে তাদের ধরার জন্য অবস্থান নেয়। সন্ধ্যার পর চক্রটি হরিণের মাংসসহ নৌকা থেকে তীরে উঠার সময় বনপ্রহরীরা একজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিকে মনপুরা সদরে আনার সময় পালিয়ে যাওয়া চক্রটি স্থানীয়দের সহযোগীতায় বনপ্রহরীদের উপর হামলা করে ও আটক ব্যক্তিসহ মাংস ছিনিয়ে নেয়।

সর্বশেষ খবর