Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৩৭

টঙ্গীতে সড়কের ওপর পশুর হাট, চলাচলে দুর্ভোগ

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে সড়কের ওপর পশুর হাট, চলাচলে দুর্ভোগ
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পাশে কামারপাড়া সড়ক দখল করে গড়ে উঠেছে কোরবানির পশুর হাট —বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরের টঙ্গী কামারপাড়া সড়কের ওপর বিশাল পশুর হাট। মানুষ চলাচলে দুর্ভোগ চরমে। সড়ক ও সেতু মন্ত্রীর দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে গুরুত্বপূর্ণ এই সড়কে হাট বসিয়েছে কাজী খোকা, মো. অরুণসহ কয়েক ব্যক্তি। তবে যারা হাট বসিয়েছে তারা বলছে সিটি করপোরেশন থেকে ইজারা নিয়েই হাট বসানো হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, গতকাল থেকে টঙ্গী কামারপাড়া বাইপাস সড়কটির প্রবেশ পথে বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়ার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া, টাঙ্গাইল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে পথচারী ও ঈদে ঘরমুখো মানুষ বাসে বসে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে চরম দুর্ভোগের শিকার হন। এ বিষয়ে এক পথচারী আবুল কালাম বলেন কামারপাড়া সড়কটি বন্ধ করে দেওয়ার ফলে মানুষ চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন ঈদকে সামনে রেখে সড়কের ওপর হাট বসালে মানুষের কষ্ট তো হবেই। তবে এ বিষয়টি নিয়ে সিটি মেয়রের সঙ্গে কথা বলেছি। সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন আগামীতে এই হাটটি অন্য স্থানে স্থানান্তরিত করা হবে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর