শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাজিতপুরে শিক্ষিকাকে লাঞ্ছিত করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্কুলটির শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পিরিজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান জানান, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে সহকারী শিক্ষিকা ও কমিটির শিক্ষক প্রতিনিধি নাজমা বেগমকে একটি পক্ষ লাঞ্ছিত করে। এর প্রতিবাদেই বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয়রা জানান, গত ১৩ জানুয়ারি বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। এ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে সভাপতি প্রার্থী পিরিজপুর ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাচ্চু এবং তার সঙ্গী আবদুর রউফ ও বিল্লাল মিয়া বাজিতপুরে এক প্রভাবশালীর কার্যালয়ে ডেকে নিয়ে নাজমা আক্তারকে লাঞ্ছিত করে। এর আগে তারা তাকে বাচ্চুর পক্ষে দস্তখত করার জন্য জন্য চাপ দেয়। সিরাজুল ইসলাম বাচ্চু, আবদুর রউফ ও বিল্লাল মিয়া গত ১৫দিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন।  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক জানান, নির্বাচনকে কেন্দ্র করে নাজমা বেগমকে লাঞ্ছিত করার ঘটনাটি ঘটেছে। তবে কে বা কারা তাকে লাঞ্ছিত করেছে, নাজমা বেগম তাকে জানাননি।

সর্বশেষ খবর