শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশিদের আর কেউ মিসকিন বলে না

---------- মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, প্রবাসে বাংলাদেশিদের এখন আর মিসকিন বলে না। দশ বছর আগে দেশের মানুষ বিদেশে গেলে তাদের মিসকিন ও ভিক্ষুক বলে অবজ্ঞা করত। এখন বিশ্ববাসী বাংলাদেশকে এক নামে চিনে, দেশের মানুষকে সম্মান করে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিবাদ নির্মূল ও উন্নয়নের জোয়ারের  জন্য।

মির্জা আজম গতকাল মাদারগঞ্জ পৌরসভার জোনাইল ঘোনাপাড়া এলাকায় ইআর প্রকল্প উপকারভোগীদের আয় বৃদ্ধিমূলক সঞ্চয়ের টাকার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। একই সঙ্গে তিনি ভিজিডি কার্ড, প্রতিবন্ধীদের মাঝে আইডি কার্ড বিতরণ, নদী ভাঙন ও নূ-গোষ্ঠীদের মাঝে অনুদানের টাকার চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামান।

সর্বশেষ খবর