মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের পাশে থাকবে ভারত

—অভিজিৎ চট্টোপাধ্যায়

নওগাঁ প্রতিনিধি

ভারতীয় ডেপুটি হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মুক্তিযুদ্ধের সময় অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না থাকা সত্ত্বেও শুধু আন্তরিকতার কারণেই ভারত সর্বস্ব দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছিল।

তিনি গতকাল সকালে নওগাঁর নিয়ামতপুর বালিকা বিদ্যালয় ও কলেজ এবং শাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দ্বিতল মহিলা হোস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অভিজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, শিক্ষা একটি জাতিকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারে, তাই ভারত শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

মনিকা কিসকুর সভাপতিত্বে উদ্বোধনী  সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ এনামুল হক, ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন রেজা।

সর্বশেষ খবর