রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

উচ্ছেদের পরদিনই দখল ফুটপাথ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহরের কয়েকটি স্থানে ফুটপাথ ও সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদের ২৪ ঘণ্টা পরই পুনরায় দখল হয়ে গেছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ভিক্টোরিয়া রোড ও নতুন বাস টার্মিনাল এলাকা যানজটমুক্ত করতে এই অভিযান চালানো হয়েছিল। জানা যায়, গত ২৯ মে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর পর দিনই দোকানিরা পুনরায় নতুন উদ্যমে দোকানপাট তৈরি করে পসরা সাজিয়ে বসেছেন। একইভাবে পুরাতন বাসস্ট্যান্ড থেকে শহরের ভিক্টোরিয়া রোডের দোকানিদের উচ্ছেদ করা হয়। পর দিনই আবার তা দখল হয়ে যায়। পথচারী করিম তালুকদার বলেন, টাঙ্গাইল শহরে যানজটের মূল কারণ ফুটপাত দখল ও মার্কেটগুলোয় পার্কিং ব্যবস্থা না থাকা। বাবুল শেখ বলেন, প্রশাসন শহরকে যানজটমুক্ত রাখতে যে অভিযান চালালো এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্ত সেটি ধরে রাখতে পারলেন না প্রশাসন এটা তাদের ব্যর্থতা।

সর্বশেষ খবর