বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্কুলছাত্রী-শিশুসহ ৯ প্রাণহানি

সাত জেলায় বজ্রপাত

প্রতিদিন ডেস্ক

সাতক্ষীরা, সুনামগঞ্জ, ফরিদপুর, নোত্রকোনা, গাইবান্ধা, বাগেরহাট ও দিনাজপুর বজ্রাঘাতে স্কুলছাত্রী ও শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বজ্রপাতের এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—

সাতক্ষীরা : কালীগঞ্জ উপজেলার সাঁইহাটিতে বজ্রপাতে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও দুজন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। এ সময় ওই শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে যাচ্ছিল। নিহতরা হলো— সাঁইহাটি গ্রামের বেল্লালের মেয়ে বিলকিস ও চাম্পাফুল গ্রামের আকবর আলীর মেয়ে মুসলিমা খাতুন ময়না। হতাহতরা সবাই স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

সুনামগঞ্জ : ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওরে মাছ ধরতে গিয়ে গতকাল বজ্রপাতে হৃদয় দাস (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। হৃদয় ওই ইউনিয়নের জয়নগর গ্রামের দিপু দাসের ছেলে। একই দিন উপজেলার সুরমা নদীতে বাল্কহেডে পাথর বোঝাই করার সময় বাজ পড়ে মারা গেছেন শ্রমিক মামুন মিয়া (২৮)। ফরিদপুর : চরভদ্রাসন উপজেলার পশ্চিম চর শালিপুর গ্রামে গতকাল বজ্রপাতে সোহাগ মোল্যা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  সোহাগ ওই এলাকার সাঈদ মোল্যার ছেলে। নেত্রকোনা : কলমাকান্দা উপজেলার মুন্সীপুর গ্রামে বজ্রপাতে মারা যায় শিশু আজিজুল হক (১০)। আজিজুল ওই গ্রামের জব্বারের ছেলে। বাগেরহাট : শরণখোলা উপজেলার হোগলপাতি গ্রামে বজ্রাঘাতে বিপুল হালদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। স্থানীয় ইউপি সদস্য জানান, হোগলপাতি গ্রামের বিমল হালদারের ছেলে বিপুল বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে গোয়ালঘরের পাশে গরুর খাবার দিচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দিনাজপুর : জেলা সদরে শাহাদত হোসেন নামে এক যুবক বজ্রপাতে নিহত ও আরেকজন আহত হয়েছেন। নিহত শাহাদত হোসেন (৩৫) সদর উপজেলার সরস্বতীপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলায় জামালপুর গ্রামে গতকাল বজ্রপাতে ফয়সাল মণ্ডল নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর