বরিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে অটোর তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া নওগাঁ, ফরিদপুরের ভাঙ্গা ও আলফাডাঙ্গা এবং গাজীপুরে সড়কে প্রাণ গেছে দুই নারীসহ আরও পাঁচজনের। শুক্রবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বরিশাল : বাবুগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কের ক্ষুদ্রকাঠী এলাকায় গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— অটোরিকশা চালক রাহাত (২৬) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ভেটেরেনারি অনুষদের সেকশন অফিসার মো. রূপম (৩০)। আহতদের শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, একটি ট্রাক রহমতপুর থেকে বাবুগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বাবুগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে আহত হন চালকসহ সাতজন। স্থানীয়রা আহতেদের শেরবাংলা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নওগাঁ : সাপাহার-পোরশা সড়কের তাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— ভাগপারুল গ্রামের হাজের উদ্দীনের স্ত্রী মমতাজ বেগম (৫০) ও তার ছোট ভাই আনারুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাতরাইল-শিমুলবাজার আঞ্চলিক সড়কের শিমুলবাজারের কাছে গতকাল মোটরসাইকেলের সঙ্গে ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল চালক হায়াত খলিফার মৃত্যু হয়েছে। হায়াত আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামের আফিলউদ্দিন খলিফার ছেলে। বোয়ালমারী : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াসিন নামে এক তরুণ নিহত হয়েছেন। ইয়াসিন পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের নজরুল শেখের ছেলে। গাজীপুর : বাড়ইপাড়া এলাকায় চন্দ া-নবীনগর সড়কে বাসের ধাক্কায় আব্দুল আলী (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তিনি বগুড়ার সারিয়াকান্দি থানার সুতামারা এলাকার মৃত বিশা প্রামাণিকের ছেলে।
শিরোনাম
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক