শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খরস্রোতা শাখা যমুনা এখন মরা খাল

দিনাজপুর প্রতিনিধি

খরস্রোতা শাখা যমুনা এখন মরা খাল

এক সময়ের খরস্রোতা শাখা যমুনায় চলছে চাষাবাদ -বাংলাদেশ প্রতিদিন

এক সময়ের খরস্রোতা শাখা যমুনা নদীটি এখন মরা খালে পরিণত হয়েছে। কিছু জায়গা দখল হয়ে যাচ্ছে। নদীর বুকে চলছে চাষাবাদ। অথচ এক সময় এই নদীই ছিল এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকার একমাত্র উৎস। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল শহর ও হাজারো বসতি।

শাখা যমুনা নদীটি জেলার চিরিরবন্দর উপজেলার বিন্যাকুিড় নামক স্থানে ইছামতি নদী থেকে উৎপত্তি হয়ে জেলার ফুলবাড়ী উপজেলা হয়ে, জয়পুরহাট জেলার সদর উপজেলা দিয়ে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ত্রিমোহনি যমুনা ও আত্রাই নদীতে মিলিত হয়েছে। দিনাজপুর পানি উন্নায়ন বোর্ড সূত্রে জানা যায়, আঁকা-বাঁকা পথে এই নদীটির দৈর্ঘ্য প্রায় সাড়ে তিনশ’ কিলোমিটার।

সর্বশেষ খবর