বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ

মা-ছেলের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মেঘনা নদীতে লঞ্চ থেকে হাত ফসকে পড়ে যায় তিন মাসের শিশুসন্তান মোহাম্মদ। তাকে বাঁচাতে ঝাঁপ দেন মা ইভা। নিখোঁজ হন দুজনই। ঘটনার এক দিন পর মঙ্গলবার বিকালে মায়ের এরপর গতকাল বুধবার ছেলের মরদেহ নদী থেকে উদ্ধার করে নৌ-পুলিশ। মা-ছেলের এমন মৃত্যুতে তাদের বাড়ি মুন্সীগঞ্জ শহরের শিলমন্দিতে নেমে এসেছে শোকের ছায়া। মুন্সীগঞ্জের চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গত সোমবার দুপুরে ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয় এমভি ইমাম হাসান-২ নামে একটি লঞ্চ। লঞ্চটি চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনা নদীতে পৌঁছার পর অসাবধানতাবশত তিন মাসের সন্তান মোহাম্মদ নদীতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে মা ইভা নদীতে ঝাঁপ দেন। ইভা মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। জিয়াউর স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকতেন।

 ইভার ভগ্নিপতি মাহবুব জানান, ইভা সোমবার দুপুর দেড়টার দিকে সদরঘাট থেকে মুন্সীগঞ্জের আসার উদ্দেশে লঞ্চে উঠেন। কিন্তু মুন্সীগঞ্জ লঞ্চঘাটে না নামতে পেরে ছটফট করতে থাকেন তিনি। এ অবস্থায় মতলব থানার ষাটনল এলাকায় মেঘনা নদীতে পড়ে যায় তার শিশুপুত্র। তখন সন্তানকে বাঁচাতে তিনিও নদীতে লাফ দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর