শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নির্মাণশিল্পীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা সিমেন্টের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক এক কর্মশালা বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্ট শহরের একটি কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ৬০ জন রাজমিস্ত্রি অংশ নেন।

শেরপুরের জাহাঙ্গীর ট্রেডার্সের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্থাপনা নির্মাণ কৌশল সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন। এছাড়া বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন ইঞ্জিনিয়ার শহীদ হাসান ও ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান।

বসুন্ধরা সিমেন্টের গুণাগুণ ও মান তুলে ধরে নর্থ উইংয়ের ইনচার্জ আশিক আহমেদ বলেন, পদ্মা সেতুসহ দেশের বড় স্থাপনাগুলোতে ব্যবহার হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট রাজশাহী বিভাগের ডিএসআই সোহেল রানা, এএসএম সোহেল রানা সরকার, কর্মকর্তা সোলায়মান আলী ও পরিবেশকরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর