বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

অগ্নিদগ্ধ গৃহবধূকে বাঁচানো গেল না

পাবনা প্রতিনিধি

শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ ফজিয়া খাতুন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি মারা যান। ফজিয়া খাতুন পাবনার আমিনপুর থানার তালিমনগর গ্রামের ছুরমান ম-লের স্ত্রী। আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) গতকাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছুরমান মন্ডল কয়েক বছর ধরে মালয়েশিয়া থাকেন। সেখান থেকে তিনি প্রতি মাসে তার বোন সামেলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান। সামেলা সেখান থেকে মাসে ৩ হাজার টাকা করে দেন ভাবীকে। এ টাকায় সংসার চালানো সম্ভব না হওয়ায় শাশুড়ি-ননদ, ভাসুর ও জায়ের সঙ্গে কলহ দেখা দেয় ফজিয়ার। গত ৯ মে ভোরে কথাকাটাকাটির এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন মিলে ফজিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গৃহবধূর বাবা মামলা করেছেন।

সর্বশেষ খবর