বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কুষ্টিয়ায় দ্বিতীয় দফা ধান ক্রয় উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দ্বিতীয় পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু করেছে খাদ্যবিভাগ। এবার গ্রামে গিয়ে প্রান্তিক কৃষক খুঁজে খুঁজে তাদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল জেলা প্রশাসক আসলাম হোসেন এই ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। এ সময় জুবায়ের হোসেন চৌধুরী, মনোয়ার হোসেন, অনিন্দ কুমার দাশ, বিষ্ণু পদ সাহা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফায় এবার জেলায় সরকার নির্ধারিত ২৬ টাকা দরে প্রতি কেজি দরে এক হাজার ৭০৬ টন ধান কেনবে। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ৬৬৪ টন কেনা হচ্ছে। এর আগে প্রথম দফায় এক হাজার ২৪ টন ধান কেনা হয়েছিল।

সর্বশেষ খবর