শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ফলোআপ

২৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

২৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

প্রায় ২৮ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালানোর পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। রাত ১০টার দিকে শেষ ওয়াগনটি তোলা হয়। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলের প্রধান সংকেত ও টেলিকম প্রকৌশলী অসিম কুমার তালুকদার। রাত পৌনে ১১টার দিকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এটি বিকাল ৪টার দিকে যাওয়ার কথা ছিল। তবে সব ট্রেনই শিডিউল বিপর্যয়ে পড়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম। চারঘাটের হলিদাগাছির দীঘলকান্দি এলাকায় তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাজশাহী থেকে সকালের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়।  এদিকে, ঘটনার পর পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এদিকে লাইন সংস্কার কাজে নিয়জিত প্রকৌশলীর গাফিলতির কারণে তেলবাহী ট্রেন দুর্ঘটনা কবলে পড়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খন্দকার শহীদুল ইসলাম।

তিনি জানান, লাইন সংস্কার চলছিল। পুরাতন স্লীপার পরিবর্তন ও পাথর দিচ্ছিল। কিন্তু যারা সংস্কার কাজ করছেন তারা স্লীপারের সঙ্গে লাইন আটকানো কয়েকটি পিন খুলে রেখেছিল। পাথর ফেলার কারণে সেটি ঢেকে যায়। এ কারণে সেটি কারও চোখে না পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর