বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মহাসড়কে জোড়াতালির সংস্কার ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা

সিরাজগঞ্জ প্রতিনিধি

মহাসড়কে জোড়াতালির সংস্কার ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা

ঈদ ঘিরে মহাসড়কে চলছে জোড়াতালির সংস্কার কাজ। ২২ জেলার পরিবহন চলাচলের একমাত্র মহাসড়কে ঈদের আগে এক লেন বন্ধ করে সংস্কার করায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। এতে দুর্ভোগে পড়ছেন হাজার হাজার যাত্রী ও পণ্য পরিবহনের গাড়ি। মঙ্গলবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় ঝাঐল ওভারব্রিজ-হাটিকুমরুল গোলচত্বর ১৬ কিলোমিটার এবং দবিরগঞ্জ থেকে মান্নান নগর পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বলছে, আজ-কালের মধ্যেই সংস্কার কাজ শেষ হয়ে যাবে। তখন আর যানজট সৃষ্টি হবে না। যানবাহন চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এতদিন সড়ক বিভাগ ঘুমিয়ে ছিল। ঈদ সামনে, এখন জোড়াতালির কাজ শুরু করেছে। তাদের অভিযোগ, প্রতি বছর ঈদের আগে লুটপাটের জন্যই সড়ক বিভাগ জোড়াতালির কাজ করে থাকেন। এ কারণে হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, খালকুলার পর থেকে কাছিকাটা পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তার কয়েকটি পয়েন্টে বড় বড় খানাখন্দ রয়েছে। সেগুলো জরুরিভিত্তিতে সংস্কার করা হচ্ছে। আজ-কালের মধ্যে কাজ শেষ হবে। হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের কিছু খানাখন্দ সংস্কার হয়েছে। ঈদ যাত্রায় ভোগান্তি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর