Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৩১ অক্টোবর, ২০১৯ ০১:০৭

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা

পরীক্ষার্থীসহ দেড় লাখ মানুষের আপ্যায়নে প্রস্তুত নোয়াখালী

নোয়াখালী প্রতিনিধি

পরীক্ষার্থীসহ দেড় লাখ মানুষের আপ্যায়নে প্রস্তুত নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবার প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অংশ নেবে। ভর্তিচ্ছুদের আবাসন, খাওয়া, কেন্দ্রে যাতায়াতসহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নোয়াখালীতে দফায় দফায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান। প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি ভিসি ড. দিদার উল আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন। বক্তারা বলেন, ১ ও ২ নভেম্বর ভর্তি পরীক্ষা উপলক্ষে শত শত স্বেচ্ছাসেবক কাজ করবে। আবাসিক হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা লোকজনকে রাখা হবে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর