রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে লেখা কবিতা উপহার দিতে চান বকুল

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

বকুল হোসেন। বয়স প্রায় ২৫। সিরাজগঞ্জের উল্লাপাড়া কয়ড়া হরিশপুর গ্রামের দরিদ্র কৃষক আব্দুল মান্নানের ছেলে। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা-ভালবাসা ও মমত্ববোধ জেগে ওঠে। বকুল হোসেন লেখাপড়ার পাশাপাশি আর্ট শিল্পের কাজ শুরু করেন। এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেন। পড়াশোনা ও কাজের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনাসহ তার পরিবারের সদস্যের অবদান ও কৃতিত্ব নিয়ে কবিতা লিখতে শুরু করেন। বন্ধবন্ধু ও তার কন্যার প্রতি অগাধ ভালবাসা ও শ্রদ্ধা থেকে কয়েক বছরের চেষ্টায় ১৬টি কবিতা লেখেন। কবিতাগুলো কম্পিউটারে টাইপ করে ছোট একটি পাইরাল বাইন্ডিং করে যত্নে রেখেছেন। বইটির নাম দিয়েছেন ‘বাংলাদেশের উন্নয়নের কারিগর-প্রধামন্ত্রী শেখ হাসিনা’। কবিতাগুলো প্রধামন্ত্রীর হাতে তুলে দিতে চান আর্টশিল্পী বকুল রহমান।

সর্বশেষ খবর