সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাত জেগে পিয়াজ খেত পাহারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাত জেগে পিয়াজ খেত পাহারা

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষকরা পিয়াজ চুরির ভয়ে রাত জেগে খেত পাহারা দিচ্ছেন। পিয়াজ খেতে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় তারা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। জানা যায়, বেশি দাম পাওয়ার আশায় দুই মাস আগে চাঁপাইনবাবগঞ্জের অনেক কৃষক জমিতে আগাম জাতের পিয়াজের বীজ রোপণ করেন। এখন পিয়াজের আকার বড় হয়ে উঠেছে। দুই তিন সপ্তাহের মধ্যে তোলার উপযোগী হয়ে উঠবে। বর্তমানে বাজারে পিয়াজের দাম বেশি থাকায় বিভিন্ন এলাকার খেত থেকে পিয়াজ চুরি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষক আমিরুল জানান, এবার তিনি দুই বিঘা জমিতে আগাম জাতের পিয়াজ চাষ করেছেন। ভালো ফলন পাবেন বলে আশা করছেন। তবে পিয়াজের জমিতে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তিনি। চোরের ভয়ে রাত জেগে খেত পাহারা দিচ্ছেন।

সর্বশেষ খবর