রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
বেনাপোল বন্দর

মজুরি বৃদ্ধির দাবি শ্রমিকদের

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল মানববন্ধন হয়েছে। বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতা অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন মো. কলিমউল্লাহ, রাজু আহম্মেদ, খলিলুর রহমান, রশিদ মল্লিক, জাহাঙ্গীর আলম জানে প্রমুখ। এ সময় কয়েক হাজার শ্রমিক        উপস্থিত ছিলেন।

অহিদুজ্জামান বলেন, মোংলা, চিটাগাং, বুড়িমারী, ভোমরাসহ অন্য স্থলবন্দরগুলোতে আমদানি পণ্য লোড-আনলোডের জন্য শ্রমিকদের প্রতি মেট্রিকটনে ৩০ টাকা ৫৩ পয়সা চার্জ নির্ধারণ করা আছে। কিন্তু বেনাপোলে শ্রমিকদের পণ্য লোড-আনলোডে নির্ধারিত চার্জ দেওয়া হয় না। অন্যান্য বন্দরের মতো বেনাপোলেও শ্রমিকদের সর্বোচ্চ ন্যায্য মজুরি প্রদানের আহ্বান জানান তিনি। এই দাবি পূরণ না হলে আগামীতে বন্দরে পণ্য                  লোড-আনলোড বন্ধসহ বেনাপোল বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সর্বশেষ খবর