বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সীমানা প্রাচীর ভাঙচুর, লুট!

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখলের গুজবে পাশের মালিকানা বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, স্কুলের মাঠ বর্ধিতকরণ নিয়ে পশ্চিম পাশের জমির মালিকদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের দীর্ঘদিন দেন-দরবার চলে আসার একপর্যায়ে সোমবার বিকালে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মাঠ বর্ধিত করার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। গতকাল সকালে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা এর প্রতিবাদে ইলিয়টগঞ্জ বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। বক্তৃতা করেন জমির মালিক বাবুল মেম্বার, আলী আহম্মদ, ফিরোজ মিয়া, বাচ্চু মিয়া, আনোয়ার হোসেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, ৩০ জন মিলে দুই বছর আগে স্থানীয় মুন্সি পরিবারের কাছ থেকে পৃথকভাবে বিদ্যালয় মাঠ সংলগ্ন ৯৬ শতক জমি ক্রয় করি। বিভিন্ন সময় আলাপ-আলোচনার পর গত ২৫ অক্টোবর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে স্থানীয় দুজন ইউপি চেয়ারম্যান মামুুনুর রশিদ ও ইমাম হোসেনসহ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সব সদস্যের উপস্থিতিতে তিনজন আমিন (সার্ভেয়ার) দিয়ে মেপে সীমানা নির্ধারণ করা হয়। তার পর কাজ শুরু হয়। গত সোমবার স্থানীয় এক নেতা লোকজন দিয়ে দেয়াল ভেঙে দেয় এবং ঘর বানানোর কাঠ টিন খুলে নিয়ে যায়। এতে আমাদের প্রায় তিন-চার লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, ইতিমধ্যে স্কুলের সীমানা নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে আগামী শনিবার আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর